Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এতদ্বারা ১৫নং ফুলহরি ইউনিয়নবাসীকে জানানো যাইতেছে যে, জন্ম ও মৃত্যু নিবন্ধনের দ্বৈততা পরিহার করিবার লক্ষ্যে জন্ম নিবন্ধনাধীন ব্যক্তির পিতা ও মাতার জন্ম নিবন্ধন সনদ দাখিল করিতে হইবে এছাড়াও সন্তানের জন্ম সনদের ত্রুটি সংশোধনের ক্ষেত্রে পিতা ও মাতার জন্ম নিবন্ধন সনদ দাখিল করিতে হইবে। 


প্রকল্পের নাম
এল.জি.এস.পি-২ কর্মসূচির প্রশিক্ষণ, পারস্পরিক শিখন,স্কীম তৈরি,হিসাব রক্ষণ, তথ্য এন্ট্রি ইত্যাদি
প্রকল্প শুরু
31/08/2014
শেষের তারিখ
31/08/2014
প্রকল্পের ধরণ
কবরস্থান
বরাদ্দের পরিমাণ (টাকায়)
৫,৫১,০০০/-
কাজের বর্ননা
১।আসাননগর গ্রামের হালিমা খাতুন,স্বামী ঠান্টু মোল্লার বাড়ীতে নলকূপ স্থাপন । ২।গোয়ালখালী গ্রামের আশাদুল,পিতা ইসমাইলের বাড়ীতে নলকূপ স্থাপন । ৩।আসাননগর গ্রামের ফরুকের বাড়ীতে নলকূপ স্থাপন । ৪।মহব্বতপুর গ্রামের শরিফুলের বাড়ীতে নলকূপ স্থাপন । ৫।মহব্বতপুর গ্রামের ঠাকুর বাড়ীর দোকানের সামনে নলকূপ স্থাপন ৬।।মহব্বতপুর গ্রামের ফকির বিটির বাড়ীতে নলকূপ স্থাপন ৭।।মহব্বতপুর গ্রামের আবু সামাদের বাড়ীতে নলকূপ স্থাপন ৮।গোয়াল খালী গ্রামের ইসমাইলের বাড়ীতে নলকূপ স্থাপন
ডাউনলোড