Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এতদ্বারা ১নং এস.বি.কে ইউনিয়নবাসীকে জানানো যাইতেছে যে, জন্ম ও মৃত্যু নিবন্ধনের দ্বৈততা পরিহারের করিবার লক্ষ্যে জন্ম নিবন্ধনাধীন ব্যক্তির পিতা ও মাতার জন্ম নিবন্ধন সনদ দাখিল করিতে হইবে। এছাড়াও সন্তানের জন্ম সনদের ত্রুটি সংশোধনের ক্ষেত্রে পিতা ও মাতার জন্ম নিবন্ধন সনদ দাখিল করিতে হইবে। 





Title
Deputy-Assistant Agriculture Officer
Details
Photo Name Designation E-mail Mobile No
FATIMA JAHAN Deputy-Assistant Agriculture Officer
- 01718262422
MD. ABDUL AL SAKIB
Deputy-Assistant Agriculture Officer
- 01740404510
Image
Citizen Charter

সাধারণ তথ্য

উপ-সহকারী কৃষি কর্মকর্তার প্রশাসনিক দায়িত্বঃ-

১। দৈনিক কাজের অগ্রগতি , ভবিষ্যত কর্মকান্ডের পরিকল্পনা এবং কৃষকের চাহিদা ও সমাধানের বিষয় লেখার জন্য উপসহকারি কৃষি কর্মকর্তা ডাইরি সংরক্ষণ করা।

২। এনজিও সম্পৃক্ত কৃষক দলসহ কর্মরত অন্যান্য কৃষক দল সনাক্ত করা।

৩। বাৎসরিক সম্প্রসারণ কর্মসূচি অনুযায়ী পাক্ষিক কর্মসূচি ব্যবস্থাপনার ব্যাপারে তত্ত্বাবধায়ক অফিসারের সাথে একমত হওয়া।

৪। উপজেলা অফিসে সভা ও প্রশিক্ষণে নিয়মিত অংশগ্রহণ এবং বিভিন্ন ধরনের প্রদর্শনী  রেজিষ্টার প্রভৃতি ব্যবহার করে সম্প্রসারণ কর্মকান্ডের বাস্তবায়ন করা।

৫। সদস্য সচিব হিসেবে ইউনিয়ন কৃষি কমিটির সভা নিয়মিতভাবে বাস্তবায়ন করা।


উপ-সহকারী কৃষি কর্মকর্তার কারিগরী দায়িত্বঃ-

১। কৃষক ভাইয়েরা যেন তাদের সমস্যা চিহ্নিত করতে পারেন এবং সম্ভাব্য সমাধানও খুজেঁ পেতে পারেন সে ব্যাপারে সাহায্য করা।

২। স্থানীয় চাহিদার ভিত্তিতে ব্লকে সম্প্রসারণ কর্মকান্ড বাস্তবায়ন করা।

৩। কৃষকের জন্য উপযুক্ত সম্প্রসারণ কর্মকান্ড পরিকল্পনার লক্ষে উপজেলা পরিকল্পনা কর্মশালাকে পরামর্শ সহায়তা প্রদান করা।

৪। তথ্য সংগ্রহে কৃষকদের সহায়তা দেয়া । অন্যান্য সম্প্রসারণ সহযোগী সংস্থা থেকে সেবা গ্রহণে কৃষকদের সহায়তা প্রদান করা।

৫। ব্লকের তথ্য সংগ্রহ ও রেকর্ড করা। যেমন- প্রাকৃতিক সম্পদ, জনসংখ্যা,বিভিন্ন আবাদি ফসলের জমির পরিমাণ, উপকরণের চাহিদা , উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ পদ্ধতি,প্রযুক্তি ব্যবহারে কৃষকের সংখ্যা , অভিযোগ গ্রহণ ও পরীক্ষান্তে ব্যবস্থা গ্রহণ ইত্যাদি।

৬। বিভিন্ন ফসলের শস্যকর্তন ও উৎপাদিত ফসলের ব্যবস্থা পরিসংখ্যান প্রনয়ণ।